ভোলায় পৌরকর ও পানির বিল পরিশোধে মোবাইল ব্যাংকিং সুবিধা চালু হচ্ছে

ভোলা থেকে আবু সাবিত: ভোলায় শীঘ্রই চালু হচ্ছে পৌরকর ও পানির বিল পরিশোধে মোবাইল ব্যাংকিং সুবিধা। মঙ্গলবার ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের সাথে মোবাইল ব্যাংকিং সংস্থা শিওর ক্যাশ এর বিভাগীয় ম্যানেজার জহিরুল ইসলামের এক চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মো: মনজুরুল আলম, পৌর সচিব আবুল কালাম আজাদ, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ম্যানেজার মনজুরুল আহসান ও শিওর ক্যাশের ভোলা জেলার টেরিটরি ম্যানেজার মো: বিল্লাল হোসেনসহ পৌর কর্মকর্তাবৃন্দ।

পৌর মেয়র মনিরুজ্জামান মনির জানান, ভোলা পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিল পরিশোধে মোবাইল ব্যাংকিং চালু হতে যাচ্ছে। তিনি আরও বলেন, অচিরেই ভোলা পৌরসভার স্টাফদের অফিসে আগমণ ও নির্গমণ নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতি চালু করা হবে।

শিওর ক্যাশের বিভাগীয় ম্যানেজার জহিরুল ইসলাম জানান, শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভোলা পৌরবাসী ঘরে বসে পৗরকর ও পানির বিল পরিশোধের সুবিধা পাবেন। এ লক্ষে পৌর এলাকার বিভিন্ন স্পটে তিন শতাধিক এজেন্ট ওই সেবা প্রদান করবেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ এর অংশ হিসেবে ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান মনির পৌরবিল পরিশোধ সেবা পৌরবাসীর দোড় গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে মোবাইল ব্যাংকিং এর উদ্যোগ গ্রহণ করেছেন।