রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ জুমার হাটে ঢাকা থেকে লালমনিরহাটগামী যাত্রীবাহি বাসের সাথে ঘোড়া গাড়ির সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। ১২ জনকে গুরুতর আহত অবস্থায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানার ওসি রেজাউল করিম জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী বাস কাউনিয়া উপজেলার জুমার হাটে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ঘোড়ার গাড়ির সাথে সংঘর্ষ হয়। এ সময় বাসটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক বাস যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসি বাসের নীচে আটকা পড়া যাত্রীদের মধ্যে থেকে ২৫ জন যাত্রীকে উদ্ধার করে।
এদের মধ্যে ১২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাউনিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধিন অবস্থায় আরও ২ জন মারা যায়।
এদিকে খবর পেয়ে পুলিশের একটি র্যাকার গাড়ি ঘটনাস্থলে এসে রাস্তার পার্শ্বে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করার চেষ্টা করছে। বাসের ভেতরে আর কোন যাত্রী আটকে আছে কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে। ওসি জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এমনকি বাসটির পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। কারন বাসটি নতুন রং করা এবং বাসের মধ্যে তার কোন নাম লেখা নেই ফলে তা চিহ্নিত করা যাচ্ছেনা বলেও ওসি জানান।