রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় কাদের (৪৫) নামে এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সকালে এলাকাবাসী ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনতলা বাড়ির নিচ তলার সিঁড়ির ওপর থেকে লাশটি উদ্ধার করে।
ওসি জানান, নিহত কাদেরের মাথা ও গলায় জখমের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। তবে কারা ও কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত কাদের অবিবাহিত। তিনি একাই ওই বাড়িতে থাকতেন।