রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিলের যুবলীগ নেতা মনু হত্যা মামলার আসামি ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী লিটন কেরানীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তাকে হায়দরগঞ্জ মাছ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রায়পুর থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ ও হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহিন উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে লিটন কেরানীকে আদালতে পাঠানো হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত আছে।
মামলার বাদী (নিহতের ভাগিনা) ও যুবলীগ নেতা মো. নাদিম অভিযোগ করে বলেন, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অদৃশ্য কারণে নমনীয়ভাব দেখাচ্ছে। মনুকে প্রকাশ্য নির্মমভাবে হত্যা করেছে যুবলীগ নামধারী সন্ত্রাসী সুমন ও তার বাহিনীর সদস্যরা। তারা মামলা প্রত্যাহার করতে আমাদেরকে হুমকি দিচ্ছে। অপপ্রচার চালাচ্ছে মনু ও আমাদের লোকজনের বিরুদ্ধে। আমি দ্রুত হত্যাকারী ও তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদেরও গ্রেফতারের দাবি জানাচ্ছি।
একটি শালিসী বৈঠকের বিষয়ে কথাকাটাকাটির জের ধরে ১৩ মার্চ সকালে যুবলীগ নেতা মনু মিয়ার (৪০) সাথে আ.লীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা বিএসসির মধ্যে হাতাহাতি হয়। চেয়ারম্যান আহত হওয়ার জের ধরে চেয়ারম্যান পুত্র মনজুর হোসেন সুমনের (৩৮) নেতৃত্বে লিটন কেরানী (৩৮), আনোয়ার বয়াতী (৩৭), আক্তার হোসেন (৩৫), বাছেদ (৪০), মনির হোসেন (২৮), সাইফুল বেপারী (৪০), ফয়সাল ঢালী (২৬), ফারুক (৩০) যুবলীগ নেতা মনু মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ রাতে ঢামেকে তার মৃত্যু ঘটে।