কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : কিশোরগঞ্জে এক গৃহবধূ আত্মহত্যার জন্য ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দু’টি পা হারিয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। মুমূর্ষু অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
জিআরপি থানা সূত্রে জানা গেছে, সদর উপজেলার নীলগঞ্জ হাজীরগলা গ্রামের ভ্যানচালক স্বামী আব্দুল মালেকের সঙ্গে মাহমুদা আক্তারের (২৫) পারিবারিক কলহ বাধে। এর জের ধরে আত্মহত্যার উদ্দেশ্যে শনিবার সকাল ৯টার দিকে ভৈরব থেকে ময়মনসিংহগামী ২৪১-আপ লোকাল ট্রেনের নিচে কিশোরগঞ্জ-নীলগঞ্জ স্টেশনের মধ্যবর্তী স্থানে মাহমুদা ঝাঁপ দেন। তবে প্রাণে বাঁচলেও মাহমুদার দু’টি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘরে তার ৮ মাসের একটি শিশুকন্যা রয়েছে।