নিরাপত্তা চেয়ে বরিশালের শ্রেষ্ঠ চেয়ারম্যান পিকলুর আবেদন

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করেছেন ডিজিটাল চেয়ারম্যান হিসেবে জেলার দু’বারের শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু।

শুক্রবার সকালে বিভিন্ন দপ্তরে প্রেরিত আবেদনে উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহর বড় ছেলে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু নিজের ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে উল্লে¬খ করেন, ১৭ মার্চ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাহিলাড়া ডিগ্রী কলেজ মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে দুপুরে ইউনিয়ন পরিষদে তিনি অবস্থান করেন। আকস্মিকভাবে একটি ঠিকাদারী কাজের বিরোধকে কেন্দ্র করে গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমানের নেতৃত্বে সশস্ত্র অবস্থায় থানা পুলিশের উপস্থিতিতে বিভিন্ন দলের শতাধিক ক্যাডার মাহিলাড়া বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ, দশটি ব্যবসা প্রতিষ্ঠান, কলেজ, মসজিদ, ক্লাবসহ তিনটি পরিবহন কাউন্টারে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রধানমন্ত্রী ও জাতির জনকের ছবি ভাংচুর করে।

একই সময় তাকে (চেয়ারম্যানকে) হত্যার উদ্দেশ্যে হামলাকারীরা খোঁজাুঁজি করে না পেয়ে তাকেসহ পরিবারের সবাইকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদর্শন করে। আবেদনে আরো উল্লে¬খ করা হয়, একইদিন বিকেলে তার (চেয়ারম্যানের) ছোট ভাই সলিল গুহ পিন্টুসহ অন্যান্য তিনজনকে নাটকীয়ভাবে র‌্যাব সদস্যরা বাড়ি থেকে আটক করে অমানুষিক নির্যাতন করে। বর্তমানে তারা জেলহাজতে রয়েছে। আবেদনে আরও জানা গেছে, বর্তমানে উল্লে¬খিত হামলাকারীরা তাকে (চেয়ারম্যানকে) হত্যার উদ্দেশ্যে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়োগ করেছে। যে কারনে তিনি ও তার পরিবারের সদস্যরা এলাকায় নিরাপদে বসবাস করতে পারছেন না।