বরিশালের দূর্গাসাগরে স্নান, পূজা ও যজ্ঞানুষ্ঠান

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপ মোচনের বাসনায় বরিশালের মাধবপাশায় ঐতিহ্যবাহী দুর্গাসাগরে হিন্দু ধর্মাবলম্বীদের পূণ্য স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার এ অনুষ্ঠানে পাশের দেশ ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে পূণ্যার্থীদের ঢল নামে।

Barisal  Photo=033

স্নান উৎসবের সাথে সাথে চলে পূজা ও যজ্ঞানুষ্ঠান। স্নানমন্ত্র পাঠ করে তারা নিজ নিজ ইচ্ছা অনুযায়ী গঙ্গাদেবীর উদ্দেশ্যে বিভিন্ন বস্তু সামগ্রী উৎসর্গ করে। এছাড়া স্নান উৎসবকে কেন্দ্র করে এখানে দিনব্যাপী মেলার আয়োজন করেছে স্নান উদ্যাপন কমিটি। মেলা ও স্নানে আগতদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

প্রায় তিনশ বছর আগে চন্দ্রদ্বীপের রাজধানী মাধবপাশার ঐতিহ্যবাহি দীঘি দুর্গাসাগর খনন করা হয়। চন্দ্রদ্বীপের রাজা কন্দোক নারায়নের উত্তরসুরি শিবনারায়ণ তার স্ত্রী দুর্গাবতীর নাম অনুসারে এ দীঘি খনন করেন। আর তখন থেকেই এ দীঘিতে শুরু হয় পূণ্য স্নান। শুক্রবার সকাল ৬ টা থেকে অশোকা অষ্টমী তিথিতে দুর্গাসাগরে পূণ্যার্থীদের স্নান শুরু হয়। শঙ্খ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে এক দিকে চলে পূণ্যার্থীদের স্নান আর অপর দিকে পূজা ও যজ্ঞানুষ্ঠান। এ স্নান করলে পাপ মোচন ও রোগ শোক থেকে মুক্তি মেলে এমন বিশ্বাস আগত পূর্ণার্থীদের।