বরিশালে সড়ক দুর্ঘটনায় ১ নারী নিহত

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশাল নগরীতে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত (৪০) হয়েছেন। শুক্রবার বেলা সারে ১১টায় নগরীর হাসপাতাল রোডে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, বেলা সারে ১১টার দিকে অজ্ঞাত পরিচয়ের ওই নারী হাসপাতাল রোড পাড়াপার হচ্ছিলেন। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।  এখানের  চিকিৎসক ডা: শাহীন রেজা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি বরিশাল কোতোয়ালী থানা পুলিশকে জানানো হয়েছে। কোতোয়ালী থানার অফিসার ইন চার্জ মো. শাখায়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের  জন্য মর্গে পাঠানো হয়েছে।