বুকে ব্যাথা নিয়ে কারাগার থেকে হাসপাতালে নাদিম

রাজশাহী থেকে কাজী শাহেদ: কারাগারে আটক বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা বুকে ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন জানান, নাদিম মোস্তফা বুকে ব্যথা অনুভব করেন। কারাগার হাসপাতালের চিকিৎসকরা দেখে তাকে রামেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা চলছে। চিকিৎসকরা যদি মনে করেন, তবে রামেক হাসপাতালে তার চিকিৎসা চলবে।

নাদিম মোস্তফার স্ত্রী নুরুন্নাহার পারুল জানান, বেশ কিছুদিন ধরেই নাদিম মোস্তফা অসুস্থ। তার হার্টের ব্লক ছিল। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বেড়ে গেছে।

১৯ জানুয়ারি ঢাকার গুলশানের বাসা থেকে যৌথবাহিনী নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ পর্যন্ত নাদিম মোস্তফার নামে ঢাকা ও রাজশাহীতে তিনটি নাশকতার মামলা হয়েছে।