স্কুলছাত্রকে ছুরিকাঘাতে জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা। শনিবার দুপুরে আয়নাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

Sherpur pic-2

আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসমত আলী, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক ধুলু ও সাবেক ইউপি সদস্য আব্দুল মাজেদ জানান, কাড়াগাও গ্রামের হিমু, ফারুক, শামছুল আলমসহ কতিপয় বখাটে আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তালাশ মাহমুদের সাথে বখাটেদের বিবাদ সৃষ্টি হয়।

ওই ঘটনার জের ধরে ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালে ওই বখাটেরা সন্ত্রাসী কায়দায় আয়নাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে। এসময় বখাটেদের হামলায় তালাশ মাহমুদসহ ৫ শিক্ষার্থী আহত হয় এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পন্ড হয়ে যায়। আহত তালাশ মাহমুদ শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের বিচার ও শাস্তির দাবিতে আয়নাপুর উচ্চ বিদ্যালয়, আয়নাপুর মহিলা উচ্চ বিদ্যালয়, নাচনমহুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি ফসিহুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত শামছুল আলম নামে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলছে, অন্য অপরাধীদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।