গফরগাঁওয়ে কৃষকদের ঋণ বিতরণ

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার দুপুরে গফরগাঁও কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর উদ্যোগে উপজেলার ২৯টি কৃষক সমবায় সমিতির প্রায় ৬শতাধিক কৃষকদের মধ্যে ৭০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বিআরডিবি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল। সভাপতিত্ব করেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মাহমুদুল হাছান সবুজ। বক্তব্য রাখেন বিআরডিবি ময়মনসিংহের উপ-পরিচালক আখলাছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাবির ইবনে হাফিজ, প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব প্রমুখ।