জুড়ী উপজেলা উপ-নির্বাচনে গুলশান আরা মিলি চেয়ারম্যান নির্বাচিত

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের জুড়ী উপজেলা চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান এমএ মুমিত আসুকের স্ত্রী গুলশান আরা মিলি। বেসরকারি ফলাফল অনুযায়ী ৩৮টি ভোট কেন্দ্রে তিনি মোট ২২ হাজার ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

mili
গুলশান আরা মিলি

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের অপর প্রার্থী মো. বদরুল ইসলাম পেয়েছেন ১১ হাজার ৭৬৩ ভোট। এছাড়া বিএনপি সমর্থিত মো. গিয়াস উদ্দিন পেয়েছেন ১১ হাজার ৫৭৬ ভোট। অপর বিএনপি প্রার্থী হোসনে আরা পেয়েছেন ২ হাজার ১৯৭ ভোট, আওয়ামী লীগ সমর্থিত তাজুল ইসলাম পেয়েছেন ২৫১ ভোট এবং আব্দুল মুহিত শিপলু পেয়েছেন মাত্র ১৯ ভোট।

রোববার সকাল থেকে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে উপ-নির্বাচন। উপজেলায় মোট ভোটার ৮৯ হাজার ৪০১। অনেকটা আমেজহীন ও নিরুত্তাপ পরিবেশে অনুষ্ঠিত এ উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল শতকরা ৫০ ভাগের কম।

সরেজমিনে সকাল ১১ টায় মানিকসিংহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে জানা যায়, ৩হাজার ৮৯১ ভোটের মধ্যে ব্যালট বাক্সে জমা হয়েছে ৬৬৭ ভোট। দুপুর ১২টায় রতœা চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ১০৫ ভোটের মধ্যে ৬০০ ভোট কাস্ট হতে দেখা গেছে। বেলা আড়াইটায় দক্ষিণ জাঙ্গীরাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩হাজার ৬১০ ভোটের মধ্যে ১হাজার ৬৪০ ভোট কাষ্ট হওয়ার তথ্য দেন প্রিসাইডিং অফিসার ডা. মো. আছির উদ্দিন।

এছাড়া বিকেল সাড়ে ৩টায় ভোগতেরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মামৃনুর রহমান জানান, ১হাজার ৯৫১ ভোটের মধ্যে এ কেন্দ্রে ভোট পড়ে ৯শত। অবশিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ ১০০ ভোট কাষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।