ঝিনাইদহে তুলা চাষ প্রশিক্ষণ

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহ জোনের সদর ইউনিট অফিসে শনিবার দিনব্যাপী তুলা চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. ফরিদ উদ্দিন।

tula
ঝিনাইদহ জোনের সদর ইউনিট অফিসে দিনব্যাপী তুলা চাষ প্রশিক্ষণ

ঝিনাইদহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান, যশোর অঞ্চলের উপ-পরিচালক জাফর আলী ও চ্যানেল-আই, বাসস ও দৈনিক যায়যায়দিনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি এ্যাড. শেখ সোলিম। তুলা উন্নয়ন বোর্ডের নিবিড় তুলা চাষ কর্মসূচির আওতায় তুলা চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর আয়োজিত দিনব্যাপী এই প্রশিক্ষণে এক শ’ জন তুলা চাষি আংশ গ্রহণ করেন।