ঝিনাইদহ জেলা আ.লীগের নবগঠিত কমিটিকে নেতা-কর্মীদের শুভেচ্ছা

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হাই এমপি ও সাধারণ সম্পাদক মেয়র সাইদুল করিম মিন্টুকে ফুলের শুভেচ্ছা জানায় শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

Auamilig
জেলা আ.লীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানায় নেতা-কর্মীরা

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি ও নির্বাচিত সাধারণ সম্পাদক ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, এ্যাড. ইসমাইল হোসেন পি.পি. ও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন।