দিনাজপুরে বোমা বিস্ফোরণে ১ জন নিহত হওয়ার ৩ দিন পর মামলা দায়ের

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পল্লীতে নাশকতাকারীদের অভিনব কায়দায় রেখে যাওয়া বোমা বিস্ফোরণে ১ব্যক্তি নিহত হওয়ার ঘটনার তিন দিন পর পুলিশ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।

দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আমিরুল ইসলাম জানান, এই চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণ ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেয়ে এসআই আব্দুল আজিজ বাদী হয়ে রোববার সকালে নবাবগঞ্জ থানায় বিস্ফোরকদ্রব্য ও ফৌজদারী আইনে মামলা দায়ের করেছে। মামলায় নাশকতাকারী বিএনপি-জামায়াত-শিবিরের দুস্কৃতিকারীরা জড়িত উল্লেখ করে তাদের অজ্ঞাত আসামি করা হয়েছে। সূত্রটি জানায়, এই ঘটনার পর নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জামায়াতের আমীর ওসমান গনি ও সেক্রেটারি আব্দুস সামাদ পলাতক রয়েছে। এই ২ জনের বিরুদ্ধে নির্বাচনী সহিংসতা ও যানবাহন ভাংচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

২৬ মার্চ বিকেল ৫টায় নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা গ্রামের আফিল উদ্দীনের পুত্র মনিরুজ্জামান ওরফে মনির (২২) নাশকতাকারীদের অভিনব কায়দায় রেখে যাওয়া মিষ্টির কার্টুন খুলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।