বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশাল নগরীর বগুরা রোডে চৈতন্য স্কুল মাঠে শনিবার সকালে তিন দিনব্যাপী আঞ্চলিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল কৃষি তথ্যের প্রচলন ও গ্রামীণ জীবনমান উন্নয়ন প্রকল্পের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা একরামুল করিম চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি সাইফুল আলম গিয়াস, জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাড. মজিবর রহমান, কৃষি তথ্য সার্ভিস পরিচালক ফজলুর রহমান প্রমুখ।
মেলায় মোট ২০টি স্টলে কৃষির উপর বিভিন্ন সামগ্রী প্রদর্শণ করা হয়। আলোচনা সভার আগে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ৩০ মার্চ মেলা শেষ হবে।