বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, চেম্বর অব কমার্স ও ভোক্তা অধিকার সংগঠন ক্যাব-এর যৌথ উদ্যোগে শনিবার বিকেলে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।
জেলা প্রশাসক মো: জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহ আলম সরদার, অরিফ নাজমুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এ্যাড: শাহ আলম টুকু, চেম্বারের সভাপতি শাজাহান মিনা, ক্যাবের সভাপতি বাবুল সরদার।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সময় অন্যানের মধ্যে বক্তব্য দেন, প্রভাষক খন্দকার অসিফ উদ্দিন রাখী, মাফিজুর রহমান, সর্দ্দার ফকরুল আলম সাহেব, মোস্তাফিজুর রহমান, শামিম হাসান, অরবিন্দু দেবনাথ। বক্তারা ভোক্তার অধিকার সংরক্ষণে জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন।