গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন:‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে সারা দেশের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরিাধ কমিটি রবিবার সকালে মানববন্ধন, পথসভা ও র্যালি করেছে।
মুকসুদপুরের শিক্ষক সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপজেলার ব্যস্ততম এলাকা চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে পথসভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম মোল্যা। কমিটির সম্পাদক হায়দার হোসেনের সঞ্চলনায় ওই পথ সভায় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস, মুক্তিযোদ্ধা হাফিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, প্রচার সম্পাদক সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম, ব্যবসায়ী লুৎফর রহমান প্রমুখ। পথসভা শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।