রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনটপাট ও সদ্যপুস্করুনি এই তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন রোববার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।
হরিদেবপুর ইউনিয়ন পরিষদে ৬জন, চন্দনপাট ইউনিয়নে ৮জন এবং সদ্যপুস্করুনি ইউনিয়নে ৮জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সদস্য পদে ১৫২জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিন ইউনিয়নে ৭৪ হাজার ৩শ ০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
![22222222222222222222](https://desherkhobor.net/wp-content/uploads/2015/03/22222222222222222222-300x208.jpg)
২০০৩ সালের ৩ জানুয়ারি রংপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১২ সালের ২৮জুন রংপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নিত করার পর ১১টি উইনিয়নের মধ্যে ৭টি ইউনিয়ন পুরোপুরি এবং ৪টি ইউনিয়নের কিছু অংশ সিটিতে অন্তর্ভুক্ত হয়। এর ফলে সীমানা জটিলতার কারণে এই তিনটি ইউনিয়নে নির্বাচন বন্ধ থাকে। যা আজ অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচন দলীয় না হলেও আওয়ামী লীগ, জাপা, বিএনপি এবং জামায়াতের সমর্থিত প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।