কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় একটি তুলা আর ঝুটের গুদাম এবং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিশাল গুদামের পুরোটাতেই আগুন ছাড়িয়ে পড়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করছে।
শত শত উৎসুক জনতা ভীড় করেছে। অনেকেই আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন। প্রায় তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই।
গুদামের মালিক আনিস মিয়াসহ এলাকাবাসী জানান, সোমবার আনুমানিক সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের খুঁটিতে স্পার্কিং হয়ে তার ‘জাকের তুলা রিপেয়ারিং ফ্যাক্টরি’ ও গুদামের মেইন সুইচের মাধ্যমে আগুন ধরে যায়। এসময় ঘর, ফ্যাক্টরির মেশিন, প্রকৃয়াজত তুলা এবং গুদামে রক্ষিত ঝুটসহ প্রায় ৮০ লাখ টাকার মালামাল ভষ্মীভূত হয়ে গেছে বলে তিনি জানান। এর আগেও তার গুদামে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।