কয়রায় বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনী প্রধান আলামীন নিহত

খুলনা থেকে সোহরাব হোসেন: কয়রায় কথিত বন্দুক যুদ্ধে বনদস্যু বাহিনী প্রধান আলামীন (২৮) নিহত হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর হরেন্দ্র নাথ সরকার জানান,  রবিবার ভোর রাতে কয়রার চাঁদ আলী ব্রীজের কাছ থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং ওই দিন রাত ১০টার দিকে তার স¦ীকারোক্তি মতে অস্ত্রউদ্ধারে সুন্দরবনের খুলনা রেঞ্জের ঝপঝপিয়া এলাকায় গেলে ওঁৎপেতে থাকা আলামীনের সহযোগীরা পুলিশের উপর গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে।

প্রায় ঘন্টাকাল বন্দুকযুদ্ধে পুলিশের এস আই হাফিজুরসহ তিন জন কনস্টেবল আহত হন। আলামীনের সহযোগীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই  বনদস্যু বাহিনী প্রধান আলামীন নিহত হয় এবং সেখান থেকে ৩টি টুটু বোর রাইফেল, ১টি বিদেশী বন্দুক,২টি দেশী বন্দুক ও ১টি ইয়ারগানসহ ১১৯ রাউন্ড বন্দুকের গুলি, ২২টি টুটুবোর রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। আলামীন ৪নং কয়রা গ্রামের শহীদ সানার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে ওসি হরেন্দ্র নাথ সরকার জানিয়েছেন।