ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ সোমবার ‘নির্মাতার চোখে অভিনয়’ শীর্ষক বিষয়ভিত্তিক বক্তৃতার আয়োজন করে। বক্তা ছিলেন ভারতের অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদ। বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গোলাম রহমান।
বেসরকারি সংগঠন সমষ্টি ও অগ্নিরথী এ আয়োজনে সহায়তা দেয়। দুই বাংলার দু’জন জনপ্রিয় অভিনেতা চলচ্চিত্র নির্মাণ এবং অভিনয়-এর নানান বিষয় নিয়ে কথা বলেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। প্রধান অতিথি তার বক্তৃতায় দুই বাংলার সাংস্কৃতিক বিনিময়ের উপর জোর দেন।