বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রবিবার বেলা ১১ টায় নগরীর নাজিরমহল্লা থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসতে চাইলে জেলখানার মোড়ে পুলিশ আটকে দিলে সেখানে  সংক্ষিপ্ত সমাবেশ করে।

Barisal news, file-1, BNP bikhove-29.03.15
বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

নগর বিএনপির সহ সভাপতি মনিরুল আহসান সভাপতির বক্তব্যে বলেন, দেশে এখন স্বৈরতন্ত্র চলছে। বিরোধী দলের ওপর গুম, নিপীড়ন, মামলা দিয়ে হয়রানী আর হত্যা এখন নিত্য দিনের ঘটনা। এমন অবস্থা নিরসনে এই সরকার যত দ্রুত বিদায় হয় ততই জনতার মঙ্গল বলে তিনি নেতা-কর্মীদের নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে নেওয়ার আহবান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন, নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যরা।