ভোলা থেকে আবু সাবিত: ভোলা পৌরসভাকে অত্যাধুনিক ডিজিটাল পৌরসভায় রূপান্তরের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে এ লক্ষে শত কোটি টাকার প্রকল্পের প্রথম ধাপে ২৫ কোটি টাকার কাজ শুরু হয়েছে।
শীঘ্রই শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌরকর ও পানির বিল পরিশোধের সুবিধা চালু হচ্ছে। ৩০ মার্চ সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত কমিউনিটি মোবিলাইজেশন কমিটির ত্রৈমাসিক সভায় পৌর মেয়র মনিরুজ্জামান মনির এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ভোলা পৌরসভায় অত্যাধুনিক ড্রেনেজ, পয়:নিষ্কাষণ, পানি সরবরাহ, যাতায়াত ব্যবস্থার পাশাপাশি পৌরবাসীকে বিনা খরচে ওয়াইফাই ইান্টারনেট সুবিধা দেওয়ার প্রকল্প হাতে নেয়া হয়েছে।
পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপকূলীয় শহর পরিবেশগত অবকোঠামো প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হোসেন, প্রজেক্ট টিম লিডার ফিলিপ ডেনিস হেনরি, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় প্রজেক্টরের কার্যবিবরণী নিয়ে প্রতিবেদন উপস্থাপনা করেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু।
সভায় উপকূলীয় শহর পরিবেশগত অবকোঠামো প্রকল্পের প্রাক ধারণা ও বাস্তবায়নের কৌশল, হোল্ডিং ট্যাক্স আদায়, নিজস্ব ও অন্যান্য রাজম্ব আদায়, উন্নয়নয়মূলক কাজের সার্বিক অগ্রগতি, বিদ্যুৎ বিল ও বিএমডিএফ ঋণ কিস্তি পরিশোধ, জিএপি, পিআরএপি এবং ও এন্ড এম এর ব্যায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।