রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর সদর উপজেলার সদ্যপুস্করুনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পৃথক তিনটি সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে ১ জন নিহত হয়েছে এবং পুলিশ, ম্যাজিষ্ট্রেটসহ আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫ জনকে।

পুলিশ জানিয়েছে, রোববার রংপুর সদর উপজেলার সদ্যপুস্করুনি, হড়িদেবপুর ও চন্দনপাটসহ তিন ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে শান্তিপূর্ণ নির্বাচন হলেও রাত সাড়ে ৯টার দিকে ভোটের ফলাফল নিয়ে সদ্যপুস্করুুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল মতিনের সর্মথকদের সাথে অপর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থী সোহেল রানার সমর্থকদের মধ্যে সংর্ঘষ বাধে।
এসময় পুলিশ বাধা দিলে উত্তেজিত জনতা চরাও হয় আইন শৃংখলা বাহিনীর ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট, ২০ রাউন্ড টিয়ার সেল ও কয়েক রাউন্ড বন্দুকের গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে বিএনপি সমর্থিত প্রার্থী সমর্থক লোকমান আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।