অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি খননকালে ৫ ট্রাক আটক, জরিমানা

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে সোমবার রংপুর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের হাজিরহাট এলাকায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে  বালু উত্তোলন ও মাটি খননের  সময় ৫টি ট্রাক আটক ও প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

RANGPUR PHOTO 30.03.2015
ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি খননের সময় ৫টি ট্রাক আটক ও জরিমানা

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছন্দা পাল এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় রংপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তেলন বন্ধ  না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।