কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : ‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জেও জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ ১ থেকে ৭ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৫’ কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির ওপর বিস্তারিত আলোচনার জন্য সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে সভায় আলোচনা করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মজিবুর রহমান, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, কৃষি ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক চৌধুরী শোয়েব রেজা, সরকারি মৎস্য খামার ব্যবস্থাপক মোস্তফা রুহুল আমিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সামছুল আলম, বিআরডিবি’র উপ-পরিচালক জাহিদুল ইসলাম, সদর উপজেলার সহকারি মৎস্য কর্মকর্তা সাবিকুন নাহার, মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ।
জাটকা সংরক্ষণ সপ্তাহে সচেতনতামূলক মাইকিং, পোস্টারিং, লিফলেটিং, প্লাকার্ড প্রদর্শন, শোভাযাত্রা, ভ্রাম্যমান আদালত পরিচালনা, শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, জেলে পল্লীতে সমাবেশ ও উদ্বুদ্ধকরণ আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, প্রমাণ্যচিত্র প্রদর্শন, জেলেদের সাঁতার প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।
মূলত ভৈরবের মেঘনা নদীতেই অধিক মাত্রায় জাটকা এবং ইলিশের আনাগোনা হয়ে থাকে। সেই কারণে অধিকাংশ কর্মসূচি ভৈরবকে কেন্দ্র করেই সাজানো হয়েছে। তবে হাওরাঞ্চলের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এবং নিকলীর গোড়াদীঘা এলাকার ঘোড়াউত্রা নদীতেও যথেষ্ট পরিমাণে জাটকা ও ইলিশের উপস্থিতি দেখা যায়। ফলে এসব এলাকায়ও বিভিন্ন কার্যক্রম চালানো হবে। তবে জাটকা নিধন প্রতিরোধকল্পে গোটা জেলাবাসীকে সচেতন করার ওপরও গুরুত্বারোপ করা হয়।