দিনাজপুর বোর্ডে ১ম দিনে ৮৪৬ জন অনুপস্থিত, ১ জন বহিস্কৃত

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন ১ জনকে বহিস্কার করা হয়েছে এবং ৮৪৬ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এই বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলায় ১ম দিন বাংলা ১ম পত্র পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডের অধীনে ১৮২টি কেন্দ্রে ৭৫ হাজার ১ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার্থীদের মধ্যে ৮৪৬ জন অনুপস্থিত ছিল। নকল করার অভিযোগে গাইবান্ধা জেলায় ১ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।

দিনাজপুর জেল কারাগারের জেল সুপার শাহ আলম খান জানান, বিভিন্ন মামলার আসামি আটক ৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা জেল কারাগারে নিয়ম অনুযায়ী নেওয়া হচ্ছে। এদের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২ জন, কারিগরী শিক্ষা বোর্ডের ২ জন ও দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩ জন রয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন জানান, পরীক্ষা কেন্দ্রে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রংপুর বিভাগের ৮ জেলায় অনুষ্ঠিতব্য পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা চলাকালীন সময়ে জেলা প্রশাসকগণ ১৪৪ ধারা জারী করে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখেন। ফলে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৭০টি ভিজিলেন্স টিম পরীক্ষা গ্রহণে নিয়োজিত ছিল। এদের মধ্যে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে ৬টি, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৪টি এবং বিভিন্ন কলেজের শিক্ষকদের সমন্বয়ে ১০৭টি ভিজিলেন্স টিম নিয়োজিত ছিল।