শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের নালিতাবাড়ীতে ছিনতাইকারীর পিটুনীতে উমর আলী (৫০) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক হাফিজুলকে আটক করে পুলিশের সোর্পদ করেছে।
গত রাতে প্রতিদিনের মতই উমর আলী ইজিবাইক চালিয়ে বাড়ি ফিরছিল। এ সময় ছাইছাকুড়া গ্রামের বিশুর দোকানের কাছে আসলে দুবৃত্তরা ইজিবাইকটি ছিনতাই করার উদ্দেশ্যে পিটুনী দেয়। এক পর্যায়ে তাকে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উমর আলীকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্বৃত্তরা ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু গাড়ীর চার্জ না থাকায় কিছুদূর নিয়ে সেটিও ফেলে রেখে যায়।
পরে ঘটনা জানাজানি হলে ঘাতক হাফিজুল পালানোর চেষ্টা করে। এরই মধ্যে লোকজন এসে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন ।