বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটের রামপালের কাটাখালী এলাকায় র্যাব-৮ এর সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু রাজু-ফরহাদ বাহিনীর উপ-প্রধান কামরুল শেখ (৩৫) নিহত হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশী বিদেশী ৮টি আগ্নেয়াস্ত্র ও ৭৮ রাউন্ড গুলি উদ্ধার করে।
নিহত কামরুল শেখ রামপাল উপজেলার কাটাখালী গ্রামের লতিফ শেখের ছেলে। বৃহস্পতিবার বাগেরহাট সদর হসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
র্যার-৮ এর মিডিয়া উইং ক্যাপ্টেন হাসিবুল হক এ প্রতিবেদককে বলেন, সুন্দরবনের বনদস্যু রাজু ও ফরহাদ বাহিনীর উপ-প্রধান কামরুল শেখ রামপালের কাটাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাব-৮ এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময়ে বনদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায় ।
উভয়ের পক্ষের মধ্যে ১৫/২০ মিনিট ধরে গুলি বিনিময়ের পর বনদস্যুর পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি মৃতদেহ ও দেশী বিদেশী ৮টি আগ্নেয়াস্ত্র ও ৭৮ রাউন্ড গুলি উদ্ধার করে। স্থানীয়রা মৃতদেহটিকে বনদস্যু কামরুলের বলে সনাক্ত করে। তিনি আরও জানান, কামরুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলাসহ অপরাধ কর্মকান্ডের নানা অভিযোগ রয়েছে। নিহতের লাশ রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।