রংপুরে নারীর প্রতি সহিংসতারোধে চরাঞ্চলে কর্মরত নারীদের সম্মেলন

রংপুর থেকে জয়নাল আবেদীন: “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সহযোগিতার ঐক্য গড়ে তুলি” এই প্রতিপাদ্য নিয়ে চরাঞ্চলে কর্মরত নারীদের সিবিও সম্মেলন বৃহস্পতিবার রংপুর টাউন হল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

অক্সফ্যাম এর সযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সীড এর আয়োজনে রিকল প্রকল্পের এলএইচডিপি কম্পোনেন্ট এর উদ্যেগে সম্মেলনে সিবিও সদস্যগণ তাদের নিজস্ব অবস্থান থেকে নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধ, অবৈধ তালাক প্রতিরোধ, গ্রাম্য সালিশসমূহের চিত্র তুলে ধরেন।সেই সঙ্গে তাদের উদ্যোগের সাথে সহাযোগিতার জন্য সরকারি সেবাসমূহ বৃদ্ধির আহবান জানান।

RANGPUR NARY PHOTO03
চরাঞ্চলে কর্মরত নারীদের সিবিও সম্মেলন

সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক ড. এটিএম মাহাবুব-উল- করিম, সিডের নির্বাহী সারথি রানী সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা রনকুল ইসলাম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু বক্তব্য রাখেন। সম্মেলনে পরিপ্রেক্ষিত পত্র উপস্থাপন করেন সুলতানা আফরীন ।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সিবিও সদস্যদের সম্মেলনের উদ্যোগকে সিবিও এর শক্তি হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, চরাঞ্চলে নারীরা ঐক্য গড়ে তুলেছে এবং নারীর ঐক্য এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীর প্রতি সকল সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা রাখবে এবং জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে, এটা সরকারের দায়িত্ব।সম্মেলনে ১০ দফা ঘোষণাপত্র পাঠ করেন সিবিও নেতা সুইটি বেগম। সম্মেলনে রংপুরের চরাঞ্চলের ৫শতাধিক নারী অংশ নেন ।