বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার সকাল দশটা থেকে শুরু হওয়া পরীক্ষায় ৫৬ হাজার ৬’শ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। এর মধ্যে ২৮ হাজার ৭৪৫জন ছাত্র ও ২৭ হাজার ৮৫৫জন ছাত্রী। পরীক্ষা শেষে অনুপস্থিতির সংখ্যা জানানো যাবে বলে জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর।
পরীক্ষা নিয়ন্ত্রকের দেয়া তথ্য অনুযায়ী বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারে ৩০১টি কলেজ থেকে ১০৯ টি কেন্দ্রে ৫৬ হাজার ৬’শ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে মানবিক বিভাগে ৩০হাজার ৩০৪ জন, বিজ্ঞান বিভাগে ৭হাজার ৩৮৯জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮হাজার ৯১৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করবেন। পাশাপাশি ১৩হাজার ৫৫৬ জন অনিয়মিত শিক্ষার্থীর মধ্যে ৭হাজার ১৪৩জন ছাত্র ও ৬হাজার ৪১৩জন ছাত্রী রয়েছেন।
তিনি আরো জানান, নকলমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র একজন নির্বাহী হাকিম ও ৪সদস্য বিশিষ্ট ভিজিলেন্স টিম পরিদর্শনের জন্য রয়েছেন। এছাড়া হরতাল, অবরোধে শিক্ষার্থীদের কেন্দ্রে আসতে যাতে কোনও সমস্যা না হয় সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে কঠোর নজরদারী।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক সকাল দশটায় অমৃতলাল দে মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে বলেন, বরিশালে হরতাল বা অবরোধের প্রভাব নেই বলে নির্বিঘেœ পরীক্ষা শুরু করতে পেরেছেন। এজন্য আইনশৃঙ্খলা ব্যাবস্থা জোরদার রয়েছে। কোনও প্রকার অনিয়ম প্রমানিত হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্বনি¤œ ২বছর থেকে ১০বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শিক্ষা বোর্ড চেয়ারম্যান। এ সময় তিনি আশা করেন নির্বিঘেœ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে।