বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: ওধুষ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নগরীর বগুরা রোডের অপসোনিন ফার্মায় অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রকিদের ন্যায্য ক্ষতিপূরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আয়োজনে এ কর্মসূিচর আয়োজন করা হয়।
ফ্রন্টের সংগঠক ডাঃ মণিষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অপসোনিনের শ্রমিক শহিদ হাওলাদার, রুস্তুম আলী, ফ্রন্টের সদস্য মতিউর রহমান, এইচ, তুষার প্রমুখ। বক্তারা বলেন, শ্রমিকদের শোষণ করে মালিকরা ধনী হয়। এর ব্যাতিক্রম নয় বরিশলের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন। ২৯ মার্চ রাতে নগরীর আবাসিক এলাকায় অবস্থিত অপসোনিন ফার্মায় আগুন লেগে শ্রমিক নেছার উদ্দিন প্যাদা নিহত হওয়ায় তার পরিবার এখন পথে বসার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। অর্থাভাবে আহত শ্রমিকদের উপযুক্ত চিকিৎসা হচ্ছেনা।