ওয়াশিকুর ও অভিজিৎ হত্যাকারীদের গ্রেফতার দাবিতে রংপুরে বিক্ষোভ

রংপুর থেকে জয়নাল আবেদীন: ব্লগার ওয়াশিকুর রহমান ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রংপুর গণজাগরণ মঞ্চ’র নেতা কর্মীরা  রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল এবং  সমাবেশ করে। বৃহস্পতিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে মিছিলটি বের হরে হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্তরে সমাবেশ করে।

RANGPUR MISILL 01
ব্লগার ওয়াশিকুর রহমান ও অভিজিৎ রায় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল

সমাবেশে বক্তারা স্বাধীন দেশে ব্লগার ওয়াশিকুর রহমান ও অভিজিৎ রায়সহ একের পর এক ব্লগার, মুক্তমনা লেখক এবং বুদ্ধিজীবী হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেইসাথে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারসহ এসব হত্যার মূলহোতা একাত্তুরের নরঘাতক, জামাত-শিবির এবং জঙ্গীবাদী শক্তির রাজনীতি আইন করে নিষিদ্ধ করার দাবি জানান।

বক্তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশে কোনভাবেই মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে দেওয়া হবে না।

বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি কমরেড শাহাদাত হোসেন, বাসদের জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস,৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ডাঃ মফিজুল ইসলাম মান্টু, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সোবহান, সেক্টর কমান্ডাস্ ফেরামের বিভাগীয় সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চাঁদ, শিক্ষাবিদ অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য, গণজাগরণ মঞ্চের সংগঠক ফারহানা হাসান বিথী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা আহ্বায়ক সাদেক হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি মাহমুদ হোসেন জুয়েল প্রমুখ।