কাউখালীতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিককে সম্মাননা

কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে প্রয়াত মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা জানানো হয়েছে। বৃহস্পতিবার কাউখালী মহিলা পরিষদ কার্যালয়ে কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান খানের উদ্যোগে এ সম্মাননা জানানো হয়।

kaukhali pk-san

সম্মাননাপ্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় ৯ নম্বর সেক্টরের বেইজ কমান্ডার আব্দুল হাই পনা (মরোনত্তর) ও সাংবাদিকতায় টিআইবি’র দুর্নীতি বিষয়ক রিপোটিংয়ের জন্য পুরুস্কারপ্রাপ্ত ঝালকাঠির সাংবাদিক মো. আতিকুর রহমান।

মহিলা পরিষদ সভানেত্রী জাহানুর বেগমের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেন,  কাউখালী প্রেস ক্লাব সভাপতি রবিউল হাসান রবিন, মহিলা পরিষদ সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার, বিদ্যোৎসাহী সমাজ সেবক আঃ লতিফ খসরু সাংবাদিক পিযুষ দে, ছাত্রলীগ নেতা মো. ইউনুস খান,সাংবাদিক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ।