গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জে অষ্টম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা শিশু একাডেমি হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম. মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন শেখ, বিশেষজ্ঞ আলোচক ডাঃ নাজমুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী তারিকুজ্জামান, কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, সমাজ সেবা অফিসার (নিবন্ধন) সমীর মল্লিক, বনানী পারভীন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন টুঙ্গিপাড়া শেখ রাসেল দুঃস্থ শিশু ও প্রশিক্ষণ কেন্দ্রের শিল্পীবৃন্দ।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় দরিদ্র শিশুদের মাঝে স্কুল পোষাক বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে র্যালি, আলোচনা সভা ও দরিদ্র শিশুদের মাঝে স্কুল পোষাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ঘাঘর ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, ইউপি চেয়ারম্যান নাদের আলী মিয়া, সংস্থাটির সিনিয়র কর্মকর্তা মিঠু মধু বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার ১৮০জন দরিদ্র শিশুদের মাঝে স্কুল পোষাক বিতরণ করেন।