মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুইড বাংলাদেশ মধুপুর এর উদ্যোগে বৃহস্পতিবার “ অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা-একীভূত সমাজ গঠনে শুভ বারতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মধুপুর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা র্যালি ও আলোচনায় সভায় অংশ গ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ বেলায়েত হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন। ডাঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা প্রতিবন্ধি কর্মকর্তা আবুল হাসেম, ডাঃ রফিকুল হক, সনাক সহ-সভাপতি এসএম শহীদ, বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক খালেদা নাসরিন, অবিভাবক আরফান আলী প্রমুখ। কর্মসূচিতে সরকারি বেসরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের শিক্ষক-শিক্ষর্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন