শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরাকে সামিয়কভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠির প্রেক্ষিতে এ আদেশ বৃহস্পতিবার (২এপ্রিল) থেকে কার্যকর করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, প্রেমসাগর হাজরার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত দুইটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহিত হওয়ার প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের ২৫ মার্চ স্বাক্ষরিত এই বরখাস্তের আদেশ আসে।

১৭ নভেম্বর জেমস ফিনলে চা কোম্পানির দুইজন বাগান ব্যবস্থাপককে মারধর করার অভিযোগে চা বাগান কর্তৃপক্ষ প্রেমসাগার হাজরাসহ তার পরিবারের ১৭ জনের নামে থানায় মামলা দায়ের করে। সেই মামলার তদন্তে পুলিশ ১৯ নভেম্বর প্রেম সাগর হাজরার বাড়িতে গেলে প্রেমসাগরের পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এই ঘটনায় পুলিশ আরেকটি মামলা রুজু করেছিল।