ঝিনাইদহে পুকুরে বিষ প্রয়োগ, ৫ লাখ টাকার ক্ষতি

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের আব্দুর রাজ্জাক হোসনের লীজকৃত ৩টি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানায়।

শুক্রবার ভোর রাতে কে বা কারা রাজ্জাক হোসেনের লীজকৃত ৩টি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখে তার বাড়িতে খবর দেয় প্রতিবেশিরা। পরে পরিবারের লোকজন পুকুর পাড়ে এসে দেখতে পায় সব মাছ মরে ভেসে আছে। মাছচাষি রাজ্জাক হোসেনের স্ত্রী বিথি খাতুন জানান, তার স্বামী বিএনপি করায় মঙ্গলবার সরকার দলের সমর্থকরা তাকে পুলিশে দিয়েছে। শত্রুতাবশত তারাই পুকুরে বিষ দিয়েছে বলে রাজ্জাক হোসের স্ত্রীর অভিযোগ।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার নাথ জানান, পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনাটি শুনেছি।