নালিতাবাড়ী উপজেলা আ. লীগের সম্মেলন ১৩ বছর পর: উকিল সমর্থকদের বিক্ষোভ

শেরপুর  থেকে হাকিম বাবুল: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১৩ বছর পর ৩ এপ্রিল শুক্রবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন কোনো প্রার্থী আহ্বান না করে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জিয়াউল ইসলামকে সভাপতি ও কো-চেয়ারম্যান ফজলুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, কাউন্সিলরদের মৌখিক ম্যান্ডেটের ভিত্তিতে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হলো।

তবে কাউন্সিল অধিবেশনে কোনো প্রার্থী আহ্বান না করায় সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল তার সমর্থকদের নিয়ে সাথে সাথে সম্মেলন স্থল ত্যাগ করেন। এ সময় উকিল সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল করে কাউন্সিল মানি না, মানবো না বলে প্রতিবাদ জানায়।

বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক সম্মেলনের উদ্বোধন করেন। এতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি প্রধান অতিথি এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মো. জিয়াউল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, কো-চেয়ারম্যান আব্দুস সবুর প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে, মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। আগে সাতকোটি লোককে খাওয়াতে দুর্ভিক্ষ লেগেছিলো, আর এখন ১৬ কোটি মানুষকে পেট পুড়ে খাইয়েও বিদেশে চাল রফতানি হচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ, আনবিক শক্তি, কৃত্রিম উপগ্রহ পাঠানো ছাড়াও সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, গ্রেনেড মেরে, পেট্রোলবোমা মেরে মানুষ খুন করার চক্রান্ত কখনো সফল হবেনা। বিএনপি’র ৮৫ দিনের অবরোধও বিফলে গেছে। আমরা দেশের সাধারণ জনগণকে নিয়ে সবকিছু প্রতিহত করেছি, আগামীতেও সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করতে পারবো ইনশাআল্লাহ।

এদিকে, আজ ৪ এপ্রিল শনিবার দীর্ঘ ১৯ বছর পর নকলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় জালালপুর কল্পনা সিনেমা হল মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান।