রংপুর থেকে জয়নাল আবেদীন: দেশে আদার কন্দপচা রোগ দমন পদ্ধতি না জানায় প্রতিবছর চাষিদের বিপুল পরিমান আদা নষ্ট হয়ে যায়। ফলে বৈদেশিক মুদ্রা ব্যায় করে বিদেশ থেকে আদা আমদানি করতে হয়। অনেক দিন পরীক্ষা নিরীক্ষা করে দেশের কৃষি বিজ্ঞানীরা আদার কন্দপচা রোগ দমন পদ্ধতি আবিস্কার করার ফলাফল এখন থেকে কৃষকরা মাঠ পর্যায়ে প্রয়োগ করলে আর বিদেশ থেকে আদা আমদানি করতে হবে না ।
শুক্রবার সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলা মিলনায়তনে আদার কন্দপচা রোগ দমন প্রক্রিয়া বিষয়ে সেমিনার এবং আদাচাষিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে কৃষি বিজ্ঞানীরা এসব কথা বলেন।
কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে আদার কন্দপচা রোগ দমন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। বক্তব্য রাখেন কৃষি বিজ্ঞানী ড. আতিকা আইয়ুুব, রবিন্দ্র কুমার মজুমদার, উপপরিচালক জুলফিকার হায়দার।
অনুষ্ঠানে জানানো হয় রংপুরের তারাগঞ্জ এবং বদরগঞ্জ উপজেলাসহ দেশের ৬টি জেলার ১২টি উপজেলায় ৬শ ১২জন আদাচাষিকে ২০শতাংশ জমির জন্য টিএসপি সার ২০ কেজি, পটাশ সার ১৫ কেজি, ডলচুন ৭০কেজি, বরন সার ১ কেজি ও ব্লিচিং পাউডারসহ অন্যান্য উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে ।