শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি গোপালগেঞ্জর রতন মধুকে

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: সকল প্রতিবন্ধকতা জয় করে কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে শারীরিক প্রতিবন্ধী রতন মধু। কোন বাধা হার মানাতে পারেনি তাকে। রতন মধুর হাত দুইটি স্বাভাবিক নয়। দুই হাতে তার একটিও আঙ্গুল নেই। ২০১২ সালের ৬ মার্চ বিদ্যুতায়িত হয়ে তার দুইটি হাতেরই সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

kotalipara photo-(2)-03.04
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে রতন মধু

তখন থেকেই শুরু হয় মেধাবী রতন মধুর জীবন সংগ্রাম। তার আঙ্গুলবিহীন হাতের অংশ ও মুখ দিয়েই সে দ্রুত চালিয়ে যাচ্ছে লেখার কাজ। পরীক্ষা কেন্দ্রে নিবিষ্টচিত্তে  প্রশ্নের উত্তর লিখে চলছে। মাঝে মাঝে আবার দাড়িয়েও লিখতে হচ্ছে প্রশ্নের উত্তর। তার এই মনোযোগ ও মনোবল পরীক্ষা কেন্দ্রের সকলের দৃষ্টি কেড়েছে।

রতন মধু কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের ব্যবসায়ী শিক্ষা শাখার ছাত্র। সে উপজেলার শুয়াগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-২.৮১ পেয়ে পাশ করে। এর আগে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও ভাল ফলাফল করেছিল। সে আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়।

তার দুই ভাই দুই বোন। তার বাবা নিখিল চন্দ্র মধু অন্যের জমিতে দিনমজুরের কাজ করে কোন রকম সংসার চালায়। যার কারনে ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ চালাতে তার বাবা হিমশিম খাচ্ছে। কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, রতন মধুর শারীরিক সমস্যা থাকা সত্বেও পরীক্ষার জন্য কোনও রাইটার নিয়োগ করতে রাজি হয়নি। সে তার এ প্রতিবন্ধকতা জয় করে উচ্চ শিক্ষা অর্জন করতে চায়। আমরা আশা করছি এ বছর এইচএসসি পরীক্ষার ফল তার ভাল হবে। আমাদের সকলের উচিত সমাজে এই প্রতিবন্ধী শিক্ষার্থীর অধিকার প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করা। যাতে পরবর্তীতে সে প্রতিবন্ধীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।