খালিয়াজুরীতে নারী উন্নয়ন ফোরাম গঠিত

খালিয়াজুরী (নেত্রকোনা) থেকে মহসিন মিয়া: নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে রবিবার খালিয়াজুরীতে উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠিত হয়েছে। দু’বছর মেয়াদি ৯ সদস্য বিশিষ্ট নারী উন্নয়ন ফোরাম এর কার্যকরী কমিটির সভাপতি ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও নগর ইউপি’র মহিলা ভাইস চেয়ারম্যান ডেইজী রানী চৌধুরী।

উপজেলা গভর্নেন্স প্রজেক্টের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক এক কর্মশালার মধ্য দিয়ে এ ফোরাম গঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামচ্ছুজ্জামান তালুকদার সুয়েব। বিশেষ অতিথি ছিলেন  ইউএনডিপি’র ঢাকা ডিভিশনাল ফ্যাসিলেটেটর ড. সোহেল ইকবাল ও এলজিএসপি-২ প্রকল্পের নেত্রকোনা জেলা  ফ্যাসিলেটেটর আক্তার হোসেন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গোলাম আবু ইছাক, লোকমান হেকিম, প্রেসক্লাব সভাপতি মহসিন মিয়া ও সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।