শেরপুর থেকে এম. সুরুজ্জামান: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, হায়েনার স্বভাব হচ্ছে তারা কাঁচা মাংস খায় না, মাংস পঁচলে খায়। একইভাবে বেগম জিয়া দেশের সাধারণ মানুষ পছন্দ করেন না। পোড়া মানুষের গন্ধ তার পছন্দ। সেটাকে তিনি পারফিউমের মত মনে করেন। তাই তিনি পেট্রোল দিয়ে মানুষ মেরে সে গন্ধ উপভোগ করছেন। শনিবার (৪ এপ্রিল) নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন শুনছি বেগম জিয়া বাড়িতে যাবেন, ছেলের কবরে ও জিয়ার মাজারে যাবেন। আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। ভাল কথা, যদি তাই হয় তাহলে খালেদা জিয়াকে জবাব দিতে হবে কেন তিনি শতাধিক মানুষকে পুঁড়িয়ে মারলেন, কেন তার জন্য স্ত্রী তার স্বামীকে হারাল। গর্ভবতী মা সন্তানসহ পুঁড়ে মারা গেল। অবুঝ শিশু পিতৃহারা হলো, আমার ভাই পঙ্গু হলো।
কৃষিমন্ত্রী আরও বলেন, মোনাফেক, জালেম, জুলুমবাজ আর পাকিস্তানের সেবাদাসরা আজ এক হয়েছে। আর তার বিরুদ্ধে শেখ হাসিনা শান্তির জন্য, প্রগতির জন্য, উন্নয়নের জন্য, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পতাকা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই এ যুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে থাকার জন্য সকলকে আহবান জানান তিনি।
এর আগে সকালে উপজেলার কল্পনা সিনেমা হলে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি হুইপ আতিউর রহমান আতিক। প্রথম অধিবেশনে অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, অ্যাডভোকেট চন্দন কুমার পাল, ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কন্ঠভোটে অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।