গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ের ছাপিলা গ্রামে শনিবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়। গুরুতর আহত দুজনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার টাঙ্গাব ইউনিয়নের ছাপিলা গ্রামের শাহাব উদ্দিনের সাথে একই গ্রামের মতিন ও পাঁচাহার গ্রামের রফিকের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকাল সাড়ে ১০ টার দিকে রফিক ও মতিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শাহাব উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে বসত ঘরের টিনের বেড়া ও চালা ভাংচুর করে। তাদের হামলায় শাহাব উদ্দিন (৪৭), মুর্শিদা খানম (৩৮), এসএসসি পরীক্ষার্থী কুলসুম খানমসহ (১৫) আহত হয় ৮ জন ।
এ ব্যাপারে উপজেলার পাগলা থানার ওসি বদরুল আলম খান বলেন, উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে।