জামিন পেয়ে বাড়ি ফিরলেন খালেদা জিয়া

ঢাকার বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছেন। এই মামলায় সাক্ষীকে আবারও হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার সকাল ১০টা ৪০ মিনিটে বিশেষ জজ আদালতে জামিন আবেদনের ওপর শুনানি হয়। এর আগে খালেদা জিয়ার জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। এ দুই মামলার অন্যান্য আবেদনের ওপর শুনানি চলছে। আদালত শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন ৫ মে ।

খালেদা জিয়া সর্বশেষ গত বছরের ২৪ ডিসেম্বর আদালতে হাজির হয়েছিলেন। এর পর কয়েক মাস ধরে আদালতে হাজির না হওয়ায় ২৫ ফেব্রুয়ারি বিচারক খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আদালতে যেতে পারেননি খালেদা জিয়া। ২৪ ডিসেম্বর যখন তিনি আদালতে গিয়েছিলেন, তখন পথে তাঁর গাড়িবহরে হামলা হয়েছিল।’

বাড়ি ফিরলেন খালেদা জিয়া

আদালতে জামিন পেয়ে অবশেষে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৩ জানুয়ারি রাত থেকে খালেদা জিয়া গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছিলেন। ৫ জানুয়ারি রাজধানী ঢাকায় সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে ওই রাত থেকে তাঁকে কার্যালয়ে অবরুদ্ধ করে তালা মেরে দেওয়া হয়। এরপর ১৯ জানুয়ারি থেকে অবরোধমুক্ত করা হলেও তিনি আর কার্যালয় থেকে বের হননি। ৩ জানুয়ারির পর আজই প্রথম কার্যালয় থেকে বের হয়ে আদালতে যান খালেদা জিয়া। সেখান থেকে যান নিজ বাসভবনে।