দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি চিত্ত ঘোষ, সম্পাদক দুলাল

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে চিত্ত ঘোষ সভাপতি ও গোলাম নবী দুলাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক ও আমিনুল হক পুতুল, সহ-সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি রতন সিং, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সাহিত্য পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মুকুল চট্টোপাধ্যায়, বেলাল উদ্দিন শিকদার, মোফাচ্ছিলুল মাজেদ, শাহ আলম শাহী এবং আসাদুল্লাহ সরকার। নির্বাচন কমিশন নির্বাহী পরিষদের ১৫ জন সদস্যকে নির্বাচিত ঘোষণা করেন।