বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশাল নগরীতে ট্রাকের ধাক্কায় বিআরটিসি বাসের ড্রাইভার নেছার তালুকদার (৪০) নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিসহ চালক রিপন হাওলাদারকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর ১২ টায় এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আটক রিপন বরিশাল নগরীর কাশিপুর চৌমাথা এলাকার বাসিন্দা। নিহত বাস ড্রাইভার নেছার তালুকদার পটুয়াখালি জেলার মৌকরন গ্রামের তাজেম তালুকদারের ছেলে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন জানান, শনিবার রাতে পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল বাংলাদেশ রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাস। পথিমধ্যে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ওপরে একটি মালবাহী ট্রাক পেছন থেকে এসে বাসটিকে ধাক্কা দেয়। এসময় ড্রাইভার নেছার তালুকদার পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে তার মৃত্যু হয়। রবিবার বেলা ১২টায় নিহত বাস ড্রাইভারের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হেলালুজ্জামান বাদী হয়ে ট্রাকা চালককে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন।