রংপুর থেকে জয়নাল আবেদীন:রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক -এর পরিচালনা পর্ষদের ৪২৬তম সভা রংপুরে অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শিক্ষাবিদ প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি।

সভায় ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ এবং রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদসহ পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন ২০১৪ প্রজ্ঞাপন আকারে জারির পর ব্যাংকের পুণর্গঠিত পরিচালনা পর্ষদের সভা এই প্রথম রংপুরে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের মালিকানাধীন যে সমস্ত জমি রয়েছে সেখানে ব্যাংকের ভবন নির্মাণের ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়া ব্যাংকের সার্বিক কর্মকা-ের উপর সভায় ব্যাপক আলোচনা শেষে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।