গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্র তামিম খান (১৪) নিহত হয়েছে। রোববার সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিাশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত তামিম সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামের মো. রমজান আলী খানে ছেলে ও পাইককান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
গোপালগঞ্জ সদর থানার এসআই সিরাজুল ইসলাম জানান, শনিবার বিকেলে সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামের উত্তরপাড়া মাঠে ক্রিকেট খেলছিল তামিম ও তার বন্ধুরা। খেলার সময় আশিকের করণে রান আউট হয়ে যায় মিথুন। এতে রাগ হয়ে মিথুন গালমন্দ করলে আশিক মারধর করে। এসময় তামিম বাধা দিতে আসলে আশিক ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ব্যাট দিয়ে পিটেয়ে তামিমকে মারাত্মক আহত করে। পরে পরিবারের লোকজন তামিমকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিাশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যায় তামিম।
তিনি আরো জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।